জয়পুরহাট পৌরসভার পরিচ্ছন্নতা কর্মীদের জন্য আধুনিক ভবন নির্মাণ কাজের ভিত্তি প্রস্তর স্থাপন করলেন জেলা প্রশাসক (ডিসি) আফরোজা আকতার চৌধুরী। বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) দুপুরের পৌর শহরের হারাইল এলাকায় জয়পুরহাট এলজিইডি কর্তৃক নির্মিতব্য পৌরসভায় পরিচ্ছন্নতা কর্মীদের জন্য আবাসিক ভবন নির্মাণ প্রকল্প (PCRBCP) এর আওতায় এ নির্মাণ কাজের ভিত্তি প্রস্তর স্থাপন করা হয়।
১৩ কোটি ৮ লাখ ৯৪ হাজার ২০০ টাকার ব্যায়ে আধুনিক ভবনের নির্মাণ কাজ শুরু হয়েছে। দৃষ্টিনন্দন ৭ তলা বিশিষ্ট ভবনটিতে থাকবে আধুনিক বসবাসের সকল সুবিধা। এতে ৪৮টি ফ্লাট থাকবে।
এসময় অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ও পৌর প্রশাসক মহিউদ্দিন জাহাঙ্গীর, এলজিইডির সিনিয়র সহকারী প্রকৌশলী আব্দুর রহিম আকন্দ, সদর উপজেলা প্রকৌশলী সামিন শারার ফুয়াদ, সহকারী প্রকৌশলী তানজিম আহমেদ, জয়পুরহাট পৌরসভার নির্বাহী প্রকৌশলী আবু জাফর মোঃ রেজা, সহকারী প্রকৌশলী মিজানুর রহমান, ঠিকাদার আনিছুর রহমান লিটন উপস্থিত ছিলেন।
Office of the Executive Engineer
LGED Bhaban
Joypurhat Sadar, Joypurhat
Phone: 02587722122
email: xen.joypurhat@lged.gov.bd
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS